|
---|
নতুনগতি ওয়েবডেস্ক: রোনা ভাইরাস রোগকে অতি মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারত সরকারও এটিকে শনিবার জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে।এই ভাইরাস সংক্রমণে মৃতের পরিবারকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এই রোগের প্রকোপে কেউ মারা গেলে তার পরিবারকে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে সাহায্য প্রদান করা হবে।অর্থ সাহায্যের আওতায় থাকছেন করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসায় নিযুক্ত সরকারি কর্মীরাও।ইতিমধ্যে ৮৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। মারা গেছেন ২ জন।