|
---|
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম বর্ধমান জেলার চিঁচুড়িয়ার রবীন্দ্র নগর কলোনিতে নাগরিক কমিটির উদ্যোগে পালিত হল নেতাজির জন্ম জয়ন্তী। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন কমিটির সভাপতি কাজী মোশারফ হোসেন সহ বহু বিশিষ্ট ব্যক্তি । নেতাজি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর আদর্শ, আত্মত্যাগ, দেশপ্রেম, আমাদের পাথেয়। তাঁর তারুণ্যের উদ্দীপনা আমাদের প্রজন্মের কাছে শিক্ষার। বিশিষ্ট সমাজসেবী কাজী মোশারফ হোসেন বলেন, নেতাজির সম্প্রীতির আদর্শ আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। অনুষ্ঠানে বহু বিশিষ্ট নেতাজিকে শ্রদ্ধা জানান। এলাকায় রবীন্দ্র নগর কলোনির একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে। নেতাজি জয়ন্তীতে আরও ভালোভাবে তার প্রমাণ পাওয়া গেল। অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় মহিলারা ও যুবরা যোগদান করেন।