|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া;নদীয়াতে ড্রাগন ফল চাষ করে নজির গড়লেন তেহট্টের ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে যুবক সুলতান মল্লিক। ১০ কাটা চাষের জমির মধ্যেই এই ভ্রাগন চাষ করেছেন তিনি। ওই যুবক জানান,তার অনেক দিনের ইচ্ছে ছিল নতুন কিছু চাষ করার তাই ইউটিউবে ভিডিও দেখে নদীয়ার তেহট্টের পাথরঘাটায়।১০ কাঠা জমিতে ২৫০ পিচ গাছের চারা লাগান তিনি আজ থেকে আড়াইবছর আগে আগে, এক বছরের মধ্যেই তার ফল দিতে শুরু করে। এর মধ্যেই তিনি তিন থেকে সাড়ে তিন কুইন্টাল ফল তুলেছেন। এই চাষ খুবই লাভজনক তিনি বলেন এই ফল স্বাস্থের পক্ষে খুব উপকারী এবং বিভিন্ন ঔষধ তৈরিতেও কাজে লাগে এবং এই ফল চাষ খুব লাভজনক এর বাজার মুল্য প্রায় ২৫০-৩০০ টাকা এর বাজারে চাহিদা ব্যাপক এবং এই তারা একবার লাগালে ৩০-৩৫ বছর ফল দেবে। বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই ফল দেখতে আসছে এবং প্রত্যেককে ফল কেটে খাওয়াচ্ছে ওই যুবক। আশেপাশেও কয়েকটা জমিতে চাষ শুরু করেছে সরকারি লোকজন খোঁজ খবর নিচ্ছে। বাজারে যে তুলনায় বিক্রি হচ্ছে সেই তুলনায় চাষিরা দাম পাচ্ছে না তারা চাইছে আগামী দিন যাতে ন্যায্য দামটা সরকার কাছে অনুরোধ করছি।