|
---|
সেখ মহম্মদ ইমরান,নতুন গতি, মেদিনীপুর:-সামনেই ২০২১ বিধানসভা নির্বাচন। নিজেদের দলীয় শক্তি বৃদ্ধির জন্য নির্বাচনের আগে শালবনির তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জনসংযোগ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছে। এই জনসংযোগ কর্মসূচির অন্যতম ভোটপন্ডিত পিকে মস্তিস্কপ্রসূত ‘দিদিকে বলো’ কর্মসূচি। এই জনসংযোগ কর্মসূচিতে দলের ছোট বড়ো মাঝারি সমস্ত মাপের নেতারা ঝাঁপিয়ে পড়ছে। এই কর্মসূচির মাধ্যমেই নেতাদের ভাগ্য নির্ধারণ করছে। এদিনের জনসংযোগ কর্মসূচি ছিলো শালবনি ব্লকের ৪ নম্বর অঞ্চলের দক্ষিণশোল গ্রামে।
প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে দিদিকে বলো প্রচার সারেন শালবনির ব্লক সভাপতি নেপাল সিং, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি মিনু কয়াড়ি, শালবনি পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ সমিতির কর্মাধ্যক্ষ বুল্টি সিং, পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্য কর্মদক্ষ নিবেদিতা ব্যানার্জি, ৪ নম্বর অঞ্চলের সভাপতি লক্ষী ভূঞা, প্রধান কৌশিক দোলই সহ সকল নেতৃত্ববৃন্দ।