|
---|
আসিফ খান, নদীয়া:
বিগত কয়েক বছর ধরে চাপড়া ব্লকের ছোট আন্দুলিয়া ঈদগাহ ময়দানে জেলার সর্ব বৃহৎ নামাজের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। আকাশে মেঘের ঘনঘটা থাকার সত্বেও এবার তারও ব্যতিক্রম ঘটলো না।প্রায় কয়েক হাজার মানুষের সমাগমে সকাল ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ-উল-আজহার নামাজ। উক্ত জামাতে ছোট আন্দুলিয়া সহ ডোমপুকুর, পাথুরিয়া, বানিয়াখড়ি ও আলফা সহ ৫টি গ্রামের মানুষ একই সঙ্গে নামাজ পড়েন। উদ্দ্যোক্তাদের কথায়, প্রায় ১৫ হাজার থেকে ১৬ হাজার মানুষ একসঙ্গে এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করে থাকেন। সূত্রের খবর প্রতি বছরের ন্যায় এ বছরও ইমাম সাহেবের সম্প্রীতির বার্তার মাধ্যমেই ঈদের নামাজের জামাত সম্পন্ন হলো বলে তারা জানান।