পাঠরত ভারতীয় মেডিকেল পড়ুয়ারা ইউক্রেন ছাড়তে অসম্মত

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের পরিস্তিতি দিন দিন খারাপ হচ্ছে,ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ইউক্রেনে থাকা ভারতীয়দের ইউক্রেন ছাড়ার বার্তা দিয়েছেন। তবে ইউক্রেনে ভারতীয় মেডিকেল পড়ুয়ারা ইউক্রেন ছাড়তে অস্নমত প্রকাশ করেছে।

     

    নাম প্রকাশ এ অনিচ্ছুক এক পড়ুয়া জানায়, পরিস্তিতি খারাপ থাকার কারণে সে প্রতিবেশী দেশ হাঙ্গেরিতে মাস ছয়েক ছিল। সবে এক মাস হলো আবার ইউক্রেনে ফিরে এসেছে।এই পরিস্থিতিতে আবার ইউক্রেন ছাড়া সম্ভব নয়।এছাড়া বেশিরভাগ পড়ুয়া রা প্রচুর টাকা ধার করে মেডিকেল পড়ছে,আর এই পরিস্থিতিতে ভারতে ফেরার খরচ দ্বিগুন,তাছাড়া ভারত থেকে অন লাইন ক্লাসকে সিকৃতী দেয়নি।তাই কিছুতেই তাদের পক্ষে ইউক্রেন ছাড়া সম্ভব নয়।