|
---|
উজির আলী,চাঁচলঃ০৬ আগষ্ট
বৃহস্পতিবার নিজ বাসভবনে ইলোলোক ত্যাগ করলেন প্রাক্তন প্রধান আব্দুর রহমান সাহেব। মালদহের চাঁচল ২ নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার জানিপুরের ওই ব্যক্তি এককালীন জাতীয় কংগেস থেকে নির্বাচিত হয়ে পঞ্চায়েত প্রধানের আসন গ্রহন করেছিলেন।
এছাড়াও কলেজে জীবনে রাজনীতিতে সক্রিয় ছিল। এবিএ গনি খান চৌধুরী সাহেবের ক্ষমতাকালীন চাঁচল কলেজের জি.এস ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই হৃদ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল (৬১)। এলাকাবাসী জানান, প্রধান থাকাকালীন এলাকায় অনেক কাজ করেছিলেন।
এদিন প্রাক্তন প্রধানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা চাঁচল জুড়ে।