ফের ধাক্কা বিজেপির ২০০ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিলেন

 

    নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, করিমপুর:বিধানসভা নির্বাচন এখনো কয়েক মাস বাকি থাকতেই  রাজনৈতিক পালাবদল শুরু হয়েছে করিমপুররে। রবিবার বিকালে করিমপুর ১ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের এলাকায় বিজেপি থেকে দুই শতাধিক  কর্মী-সমর্থকরা তৃণমূল কংগ্রেসের দলে যোগ দেন।এদিন এলাকায় বিধায়ক কার্যালয় থেকে দলে যোগদানকারীদের হাতে পতাকা তুলে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র এইদিন যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর বিধানসভা বিধায়ক বিমল সিংহ রায় বিধানসভা নির্বাচনের দিন এখনও ঘোষণা না হলেও মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে যেভাবে দ্রব্যমূল্য জিনিসের দাম পেট্রোল ডিজেল বেকারত্ব হার বাড়ছে, রেলকে বেসরকারিকরণ করছে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস 200 জন কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে যোগদান করলাম।