|
---|
সেখ মহম্মদ ইমরান,নতুন গতি মেদিনীপুর:- মেদিনীপুর সদর ব্লকের অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা হাইস্কুলে মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো। পতাকা উত্তোলনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন।
প্রতিযোগিতা শুরুর আগে এক বর্ণাঢ্য মশাল মিছিল বিদ্যালয় সংলগ্ন এলাকায় পরিক্রমা করে। তারপর প্রতিযোগিদের শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের শিক্ষক অভিজিৎ ব্যানার্জী। ক্রীড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা সদর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ গণি ইসমাইল মল্লিক,এগারো গ্রাম মুসলিম সমাজ সেবা কমিটির সভাপতি সব্যসাচী মন্ডল, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, রবীন্দ্রনাথ মিদ্যা,আজিম আলি খান,স্টাফ কাউন্সিলের সম্পাদক তাপস কুমার বর্মন সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীবৃন্দ।
বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পাঁচ শতাধিক প্রতিযোগী শ্রেনী ভিত্তিক চারটি বিভাগের রানিং, জাম্পিং, থ্রোয়িং ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগিদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। বুধবার ও বৃহস্পতিবার প্রতিযোগিতা চলবে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।