মন্ত্রীর সহযোগিতায় স্কুলে কর্মসংস্থানের সুযোগ পেলো বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা

রহমতুল্লাহ,সাগরদিঘী : গত শনিবার সাগরদিঘীর আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একগুচ্ছ সামাজিক কর্মসূচীর পাশাপাশি মন্ত্রী আখরুজ্জামান ও আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের কর্ণধার আবুল কালাম সাগরদিঘীর মথুরাপুরের বাসিন্দা হাসিনা খাতুন কে আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়গ করার কথা ঘোষণা করেন। সেই কথা মতো সোমবার হাসিনার হাতে তুলে দেওয়া হয় চাকরির নিয়োগপত্র। আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলে আনুষ্ঠানিকভাবে হাসিনা খাতুন এর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন আবুল কালামের দুই কন্যা আজিজা কালাম ও আনিকা কালম।

    সাগরদিঘীর মথুরাপুরের বাসিন্দা হাসিনা খাতুন। ছোট থেকেই হাসিনা খাতুনের দুটো পা অক্ষম। প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে দিয়ে ছেলেবেলা থেকেই জীবনযুদ্ধে লড়াই করে চলেছেন হাসিনা। বাবা ওমর আলী একজন চাষী, একমাত্র মেয়ের স্বপ্ন পূরণে কঠিন পরিশ্রম করে পড়াশোনা করিয়েছেন। বর্তমানে হাসিনা খাতুন মাস্টার ডিগ্রি সম্পন্ন করেছেন। আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষিকা হিসেবে নিয়োগ হওয়ার পর বাবার চোখে আনন্দ অশ্রু দেখা গেল। কারণ মেয়ের স্বপ্ন পূরণ হয়েছে। অন্যদিকে হাসিনা খাতুন মন্ত্রী আখরুজ্জামান ও স্কুলের কর্ণধার আবুল কালামকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। কারণ তিনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা হয়েও এমন একটি স্কুলে কর্মসংস্থানের সুযোগ পাবেন কোনদিন ভাবেননি।