|
---|
মহম্মদ রিপন, মুরারই
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা , পরীক্ষা দিতে যাবে মেয়ে সেই উদ্দেশ্যে বাড়ি থেকে নতুন ব্যাগ কিনে বাড়ী ফিরছিলো। কিন্তু আর বাড়ি ফেরা হলো না তনুশ্রী বাগদীর ৷ বাড়ী বীরভূমের ময়ূরেশ্বর থানার গঙ্গারামপুর গ্রামে ৷ তনুশ্রী কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ৷ সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় একটি ডাম্পার তনুশ্রীকে চাপা দিয়ে চলে যায় ৷ এলাকায় শোকের ছায়া নেমে অাসে ৷ পুলিশি তদন্ত চলছে ৷