মাতৃভাষা দিবসের শ্রদ্ধা জানিয়ে রক্ত দান অনুষ্ঠানের আয়োজন করল বেথুয়াডহরি খেলাঘর ক্লাব

 

    নবেন্দু ভট্টাচার্য্য,নতুন গতি, নাকাশিপাড়া, নদিয়া:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেথুয়াডহরি খেলাঘর ক্লাব এর পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মুর্শিদাবাদের বহরমপুর হাসপাতাল রক্ত সংগ্রহ করেন । শতাধিক পুরুষ ও মহিলা সষ এখানে রক্ত দান করেন । এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবৃত্তি , নৃত্য ও সংগীতের মাধ্যমে এ দিনটি পালন করেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক এবং সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষেরা। ক্লাব সভাপতি সমীর গাঙ্গুলী জানান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনটিতে অনেকেই শহীদ হয়েছিলেন তাদে রক্ত দিয়ে। তাদেরকে স্মরণ করেও আজকে এই রক্তদান অনুষ্ঠানের আয়োজন। বিশিষ্ট শিক্ষক দীপেন দত্ত আজকের দিনের গুরুত্ব তার বক্তব্যে তুলে ধরেন।