|
---|
মাধ্যাকর্ষণের আবিষ্কারক আইনস্টাইন, রেল মন্ত্রীর গোয়েল
নিউজ বিজেপির মন্ত্রী নেতা মন্ত্রীদের অজ্ঞ, ভুল ও বিতর্কিত মন্তব্য বেড়েই চলেছে।
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল গুলিয়ে ফেললেন আইনস্টাইন ও নিউটনের মধ্যে। এক বৈঠকে সাংবাদিকদের বললেন, টেলিভিশনের পর্দায় অর্থনীতি নিয়ে যেসব হিসাব দেখানো হয়, সেসব না দেখাই ভালো। আপনারা যদি ৫ হাজার কোটি ডলারের অর্থনীতি চান তাহলে বছরে অর্থনীতির বিকাশ হতে হবে ১২ শতাংশ। এখন হচ্ছে ছয় শতাংশ। কিন্তু এই অঙ্কের মধ্যে যাবেন না। এই অঙ্কের সাহায্যে আইনস্টাইন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেননি। আপনারা যদি কেবল অতীতের ফর্মুলার মধ্যে আবদ্ধ থাকেন, তাহলে দুনিয়ায় নতুন কিছু আবিষ্কার হবে না। বিজ্ঞান ও আবিষ্কারক সম্পর্কে ভালো তথ্য পরিবেশন।
এক তথ্যে উঠে এসেছে দ্বিতীয় মোদী সরকারের আমলে মন্ত্রী সভাতে দুই – তৃতীয়াংশ মন্ত্রী মূর্খ, অধিকাংশ স্কুল ফাইনাল পাস নয়। বিভন্ন রকম কৌতুক আজব উক্তি ও মন্তব্য বলে বিজেপির নেতা মন্ত্রী। আজও সেই রকম উক্তি করলেন রেল মন্ত্রী। সোশ্যাল মিয়া থেকে নেটিজেন সকলেই হাসি ও খিল্লির পাত্রতে পরিনত করছেন মন্ত্রীকে।