মুরারই থানার মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে দুশ্চিন্তার কারণ যানজট

 

    মোঃ রিপন, বীরভূম

    মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। স্কুল জীবনের ছাত্রছাত্রীদের কাছে সবথেকে বড় পরীক্ষা এটাই। প্রতিবছরের মতো এবারও মুরারই থানার স্কুল গুলিকে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সেন্টার নিযুক্ত করা হয়েছে কিন্তু পরীক্ষা দিতে এসে নাজেহাল হতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের কারণ একটাই মুরার‌ইয়ে যানজট। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে মুরারই রেলগেট পড়ে থাকায় ছাত্রছাত্রীরা রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করতে।মাধ্যমিক পরীক্ষা দিতে আসা কয়েকজন অভিভাবকদের কথায় প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে প্রায় 11 টা পর্যন্ত রেলগেটে কাছে অতিরিক্ত জ্যাম হয় এরফলে ছেলে মেয়েদের একাই ছাড়তে ভয় হচ্ছে আবার অনেক অভিভাবক দাবি করেছেন মুরার‌ই স্টেট ব্যাংকের নিকট প্রচুর পরিমাণে বাইক রাখা হচ্ছে সেখানে অবস্থিত অক্ষয় কুমার স্কুল এর ফলে ছাত্র-ছাত্রী সাথে অভিভাবকদেরও বেশ অস্বাস্থ্যকর একটা পরিবেশের সৃষ্টি করছে। পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কথায় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আমাদের সুবিধার জন্য যাতে মুরার‌ই স্টেট ব্যাংকের কাছে কোন বাইক ও টোটো না রাখা হয় সেই দিকটা একটু দেবেন।