|
---|
সাহাজাদা হোসেন,নতুন গতি,বীরভূম:-রামপুরহাট মা বুংকেশ্বরী মন্দিরে আজ বিশেষ দিনে শুরু হয়েছে পূজা অর্চনা ও বসেছে তিন দিনের জন্য মেলা। হাজার হাজার ভক্তগণের সমাগম। মন্দিরে আসা পুর্ণার্থী থেকে দর্শনার্থী ও শশ্মানে মরদেহ দাহ করতে আসা মানুষের মল মূত্র ত্যাগ করার একমাত্র ভরসা খােলা মাঠ। আর তা করতে গিয়ে আমাদের মা বােনেদের ইজ্জত হচ্ছে বেআব্রু আর পরিবেশ হচ্ছে নষ্ট। কারণ,গত প্রায় তিন বছর ধরে বন্ধ পড়ে আছে মন্দির প্রাঙ্গণে একমাত্র নির্মিত শৌচাগার। অনেক আগেই, রাজ্য সরকারের পক্ষ থেকে বীরভুম জেলা হয়েছে নির্মল। আজ আমি মন্দিরে গিয়ে দেখলাম, মন্দির চত্তরে দাড়িয়ে আমাদের এলাকার মাননীয়। বিধায়ক তথা মন্ত্রী মহাশয় শােনাচ্ছেন উন্নয়নের ফিরিস্তি, দিচ্ছেন আরও প্রতিশ্রুতি। গত তিন বছর ধরে, আমার একটাই প্রশ্ন শৌচাগারটি চালু কবে হবে? আমি মন্দির প্রাঙ্গণ থেকে বেড়িয়ে অবাক হলাম দেখে,বন্ধ শৌচাগারের দেওয়ালে মন্দিরের “পরিবেশ সুন্দর”রাখার আবেদন।