|
---|
নিজস্ব সংবাদদাতা; এবার ইউক্রেনের সেনারা আর্টিলারি হামলা চালালো রাশিয়ার ভ্যালুইকি শহরে। রাশিয়ার সূত্র জানানো হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে ইউক্রেনের সেনারা ওই শহরে আর্টিলারি হামলা চালায়। এই হামলা চালানোর কারণে একটি বিদ্যুৎ উপকেন্দ্র বিকল হয়ে পড়ে। বর্তমানে ওই শহর বিদ্যুৎহীন অবস্থায় আছে বলে জানা গেছে।
প্রসঙ্গত বেশ কিছুদিন আগে ইউক্রেন সেনারা তাদের খারকিভ শহর রাশিয়ার সৈন্যদের কাছ থেকে দখলমুক্ত করে। ইউক্রেনের সীমান্ত থেকে 150 কিলোমিটার এর মধ্যে অবস্থিত রাশিয়ার ওই সংশ্লিষ্ট শহর। স্বাভাবিকভাবে ইউক্রেনের আর্টিলারি রেঞ্জের মধ্যে পড়ে ওই শহর। আর্টিলারি হামলা চালানোর সময় রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে, তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে বিফল করে দিয়ে কয়েকটি শেল ওই শহরের মাটিতে আছড়ে পড়ে।