|
---|
নতুন গতি,মালদা: রাস্তা তৈরির জায়গা ছাড়া কে কেন্দ্র করে এক গৃহবধূর মাথা ফাটানোর অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। জানা গেছে আক্রান্ত গৃহবধূর মাথায় 15 টি সেলাই পড়েছে। বর্তমানে তিনি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা থানার শান্তিপুর এলাকায়। এই ঘটনায় অভিযুক্তদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম রিমি রায়। বয়স ৩৫। আক্রান্ত গৃহবধূর অভিযোগ বাড়ির সামনে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তা তৈরির জায়গা ছাড়া কে কেন্দ্র করে প্রতিবেশী অঙ্গুরি মন্ডল এবং কলাবতী মন্ডলের সাথে বিবাদ বাঁধে। এক সময় হঠাৎই তারা বাড়িতে ঢুকে কাঠ এবং হাসুয়া নিয়ে তাকে মারধর করে। তার মাথায় গুরুতর চোট পায়। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন আক্রান্ত গৃহবধূ।