|
---|
নিজস্ব সংবাদদাতা- বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। হয়তো বাংলার আকাশে বাতাসে আর পূজো পূজো গন্ধটা নেই ঠিকই কিন্তু আনন্দ প্রিয় বাঙালি এখনো আনন্দে আত্মহারা। এই পূজা সাধারনত আশ্বিন মাসে তথা শরত কালে হয়। দুর্গা পূজা বাঙ্গালির মনে এক নব নির্মাণের কাজ করে দীর্ঘ বছর জাবত কাজ করার পরে সমগ্র জাতি একটা বিশ্রামের পথ খুঁজে পায়। ত
পূজো শেষের পরেও আবার আনন্দে মেতে উঠল মুরারই। মুরারই থানার উদ্যোগে এলাকার বিভিন্ন ব্যাক্তিত্বের হাতে তুলে দেয়া হলো পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট সাথে সৌন্দর্যের বিচারে মুরারই থানার বিভিন্ন পূজা মন্ডপ গুলিকে পুরস্কৃত করা হয়। সোমবার মুরারই থানার এসআই তরুণ কুমার চট্টরাজের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, বিপ্লব শর্মা,আলি আসগার ছাড়াও মুরারই ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা