|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: উত্তরপ্রদেশের হাথরসে উচ্চবর্ণের পুরুষের দ্বারা ধর্ষন,নির্যাতন, হত্যা এবং যোগী সরকারের নির্দেশে রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া এবং নির্যাতিতার বাড়ির সদস্যদের সাথে দেখা করতে যাওয়ায় সময় যোগী প্রশাসনের অন্যায় ভাবে জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও লোকসভার দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ কংগ্রেস নেতাদের যে ভাবে টেনে হিঁচড়ে, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে গ্রেফতার করেছিল , তার তীব্র নিন্দা জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে শনিবার মেদিনীপুর শহরের কেরানীতলার মোড়ে আধঘন্টা ধরে পথ অবরোধ হয়। পরে যুব কংগ্রেসের কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা দাহ করেন ।
এদিন নেতৃত্ব দেন জেলা যুব কংগ্রেসের সভাপতি মহঃ সাইফুল। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সৌমেন খান, জেলা যুব কংগ্রেস সহ-সভাপতি সুহাশিস পন্ডা, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীব শীট, রণদীপ চক্রবর্তী, মীর তারিক, জেলা ছাত্র পরিষদের সহ-সভাপতি অনুপম ভট্টাচার্য , মাইনরিটি সেলের।চেয়ারম্যান ডাঃ জামান , পার্থ ভট্টাচার্য ও আশিস মাঝি সহ অন্যান্যরা।