|
---|
রাহুল রায়:নতুন গতি:-
সাংবাদিকরা শুধু সংবাদ সংগ্রহ বা সংবাদ পরিবেশনই করেন না। নানা সামাজিক কাজও তাঁরা করে থাকেন।আজই পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের নন্দীগ্রামের সাংবাদিক রাহুল রায় সেরকমই একটি সামাজিক কাজ করলেন। শীতের শুরুতেই তিনি নন্দীগ্রামে শিবতলায় এলাকার দুঃস্থ দশ জন মানুষের হাতে কম্বল তুলে দিলেন।তাঁর এই মহতী উদ্যোগে আজ সেই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক শরদিন্দু সামন্ত, এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী উজ্জ্বল ব্যানার্জী থেকে শুরু করে এলাকার মানুষজন।
রাহুলবাবুর এই উদ্যোগকে কম্বল প্রাপ্ত দুঃস্থ মানুষ থেকে গ্রামবাসী সকলেই সাধুবাদ জানিয়েছেন।