আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে এমপিএস এজেন্টের বাড়িতে তালা মেরে বিক্ষোভ,

    নাজিবুল্লাহ রহমানি, বসিরহাট: সারোদা চিটফান্ড কেলেঙ্কারিতে সাড়া ফেলেছে রাজ্যসহ গোটা দেশে টাকা এখনো ফেরত পাননি হাজার হাজার আমানতকারীরা। এবার টাকা ফেরতের দাবিতে এমপিএস কোম্পানির এজেন্টের বাড়িতে তালা মেরে বিক্ষোভ আমানতকারীদের।
    ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা মাটিয়া থানার কচুয়া পঞ্চায়েতের গোবিলাি গ্রামে। এজেন্টের নাম
    আরশাদ আলী মন্ডল এক আমানতকারী তনুজা বিবির অভিযোগ আমরা অল্প অল্প করে টাকা জমিয়ে একসঙ্গে পাওয়ার আশায় গ্রামের পরিচিতি ছেলে হিসাবে বিশ্বাস করে আমরা টাকা জমা করতাম এই কোম্পানিতে কিন্তু আমাদের কারো কারো ম্যাচোরুটি শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের বইগুলি জমা নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের টাকা ফেরত দেয়নি। আর এক আমানতকারী জাহাঙ্গীর হোসেনের অভিযোগ আমরা গরীব মানুষ একটা আশাই টাকাটা জমা দিয়েছিলাম কিন্তু সেই জমা করা টাকা এ জেড আমাদেরকে আর ফেরত দিতে চাইছে না টাকা চাইতে আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে ফেরত দেন, ফলে আজ আমরা সকলে মিলে এজেন্ট আরশাদ মন্ডলের বাড়িতে এসেছি আমাদের টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। বছর আশির বয়সের এক বৃদ্ধার বক্তব্য গ্রামের জোনমজুর খেটে খাওয়া মানুষের টাকা দিয়ে আরশাদ মন্ডল নিজের জমি এবং বাড়ি গাড়ি করছেন গরীবের আত্মসাৎ করা টাকা আমরা কখনোই ছেড়ে দেব না আমরা এই টাকা ফেরত চাই তার জন্য আমাদের যতদূর যেতে হয় তার জন্য আমরা যেতে রাজি আছি।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ অবশেষে পুলিশের হস্তক্ষেপে আমানতকারীরা শান্ত হন।