কুলতলীর একাধিক পূজা কমিটি পেল সেরার সেরা পুরস্কার

বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : আনন্দঘনো সন্ধিক্ষণে দেবী দূর্গা মায়ের আগমনী। পিতৃপক্ষের অবসানের মধ্যে দেবিপক্ষের সূচনায় পূজার কয়েকটি দিন একটু আনন্দ হল্লোর ঠাকুর দেখা সাথে জমিয়ে আড্ডা এলাহী খাওয়া দাওয়া। দীর্ঘ সময়ে বছর ধরে প্রতীক্ষায় অবসানের এই পূজার কয়টি দিন পরিবারের সকল সদস্যদের কে নিয়ে একসাথে ঠাকুর দেখার আনন্দ একটুখানি আলাদা বিজয় দশমীর ত্রিনয়নী মায়ের চোখের জল বাঁধভাঙা ।সিঁদুর খেলার মাধ্যমে মাকে বিদায় জানালেও বাঙ্গালীদের মনে সেই চিরাচরিত প্রথার এবং বেদনার অশ্রু জলে মাকে বিদায়। মা তুমি আবার এসো,বছর ধরে মায়ের অপেক্ষায় মা তুমি আবার এসো বাঙালির মনে আমাদের সম্মুখে উপস্থিত হয় একে অপরের সঙ্গে এবং এই অবসর বিনোদনের সময়ে এই সমস্ত পরিবারগুলি ও সুন্দরবন অঞ্চলের মানুষের মনেরকুলতলী বিধানসভায় এ বছর ৬৮টি পূজা কমিটির দুর্গা প্রতিমা তার মধ্যে মধ্যপূর্ব গুড়গুড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেরার সেরা শিরোপা পায়, দ্বিতীয় স্থান দেবীপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, আর তৃতীয় স্থান অধিকার করে, মৈপিঠ নতুন বাজার শ্রী শ্রী দূর্গাা পূজা কমিটি। বিশেষ করে মইপিট কোস্টাল থানার পক্ষ থেকে এমনই পুরস্কার পেয়ে পূজা কমিটির উদ্যোক্তারা বিজয় খুশি আর প্রতিবছরে এমনই সুন্দর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার জন্য আহ্বান জানায়। আর এ প্রসঙ্গে মৈপিঠ কোস্টাল থানার ওসি মধুসূদন পাল তিনি জানান গাঙ্গেয় সুন্দরবনের একাধিক পরিবার আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া- তারপরে তাদের কাছে এই দিনগুলি মাহাত্ম্য সত্যি কল্পনাতীত আর এমনই সুন্দর অনুষ্ঠান করার চিন্তা ভাবনা করছেন।