পশ্চিম দুর্গাপুর এফ,পি স্কুলে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতার বিষয় কর্মশালার আয়োজন করেন সাধন চন্দ্র মহাবিদ্যালয়

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- কলেজের বাইরে ও নানা সামাজিক কাজে যুক্ত ফলতার সাধন চন্দ্র মহাবিদ্যালয়,তারই অঙ্গ হিসেবে কলেজের আই,কিউ,এ,সি (IQAC) ও উইমেন্স সেল তেজস্বিনীর উদ্যোগে ফলতা এলাকার স্থানীয় শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর এফ,পি স্কুলে এলাকার প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে সমাজ সচেতন মূলক কর্মসূচি।ABC অফ জেন্ডার নামে একটি লিংগ সংবেদনশীলতা কর্মশালার আয়োজন করেন সাধন চন্দ্র মহাবিদ্যালয় এর শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন সাধণ চন্দ্র মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডাক্তার এস কে ফজলুল হক,ডিপার্টমেন্ট অফ এডুকেশন সোমা পাল,ডিপার্টমেন্ট অফ ইংলিশ নবনীতা সাহা,ডিপার্টমেন্ট অফ ইংলিশ গুড্ডু সিং,ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি রোহান ইসলাম, আই,কিউ,এ,সি(IQAC) কো অর্ডিনেটর সায়ন্তনী অধিকারী,ডিপার্টমেন্ট অফ এডুকেশন সাবানা ইয়াসমিন সহ আরো অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।কর্মশালার শেষে কলেজের ছাত্রীরা লিঙ্গ সংবেদনশীলতার বিষয় নিয়ে একটি নাটক উপস্থাপন করেন। এমন একটা কর্মসূচির আয়োজন করার জন্য এলাকার সর্ব সাধারণ মানুষ তাদের কে প্রসংশা করেন।