মরণোত্তর চক্ষুদান

সেক আতিউল্লা , নতুন গতি, পূর্ব মেদিনীপুর :-

    “মরণোত্তর চক্ষুদান ” করে নজির গড়লেন সৌমেন আদকের পরিবার। মাত্র তেত্রিশ বছর বয়সেই স্টোক এ আক্রান্ত হয়ে আজ সকালে (19/02/2020) মারা গেলেন দুটি দুধের শিশু কন্যার (2ও 5বছর বয়স) পিতা তমলুকের নীলকুন্ঠা গ্রামের (পূর্ব মেদিনীপুর)ভীম আদকের ছেলে সৌমেন আদক। মরণোত্তর চক্ষুদান এর বিষয়ে মৃতের পরিবারের শোকে বিহল সদস্যদের কাছে প্রস্তাব রাখার ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তিনি বলেন- ‘আমার ছেলের চোখ দিয়ে যদি কোন অন্ধ মানুষ পৃথিবীর আলো দেখতে পায় তো খুবই ভালো ,প্রশান্ত বাবু আপনি চক্ষুদান এর প্রক্রিয়া সম্পন্ন করুন ‘।সেই মত আই ব্যাঙ্ক এর টিম এনে কর্নিয়া দুটি সংগ্রহ করা হয়। মৃত সৌমেন আদকের আত্মার শান্তি কামনা করি ও পরিবারের সদস্যদের সমবেদনা ,কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই অশোক পাইক, অশ্বিনী ভৌমিক, সঞ্জয় আদক সহ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা কারিদের। 🙏🙏🙏🙏🙏-