লকডাউনে দুস্থ ক্ষুধার্থদের মাঝে খাদ‍্য সামগ্রী বিলি করল চাঁচলের যুবকেরা

উজির আলী, নতুনগতি,চাঁচল: ২৯ মার্চ
লকডাউন ঠেকলো এক সপ্তাহে। আর যত দিন গড়াচ্ছে ততই খাদ‍্যের সঙ্কট দেখা দিচ্ছে গ্রাম‍্য দুস্হ পরিবারগুলিতে। পরিবারগুলির অনটন দূর করতে অভিনব মানবিক উদ‍্যোগ নিল মালদহের চাঁচল ১ নং ব্লকের মতিহারপুর গ্রামের যুবকরা।
রবিবার গ্রামের দুস্হ পরিবারগুলিকে চিহ্নিত করে ৬০টি পরিবারকে চাল,ডাল,আলু সহ একজোড়া করে লাইফবয় সাবান তুলে দেওয়া হয়েছে।
খাদ‍্য সামগ্রী পেয়ে দুস্হ‍্য পরিবার গুলির মুখে হাসি ফুটলেও তা ক্ষনিকের।
উল্লেখ্য, দেশে করোনা আক্রান্তের সংখ‍্যা বেড়েই চলেছে। পরিবারগুলির বক্তব‍্য লকডাউনের সময়সূচী বাড়তে পারে। তাই ভয় হচ্ছে। তবে এদিন উদ‍্যোগী নাহারুল হক,ফিরোজ আলী ও ফিরদৌসরা জানান,লকডাউনের সময়সূচী বাড়লেও আমরা পরিবারগুলির পাশে থাকব মানবিক স্বার্থে।