|
---|
নিজস্ব সংবাদদাতা : বীরভূমের রাজনগর ব্লকের তাঁতীপাড়া অঞ্চলের লাউজোড় গ্রামে সোমবার সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল লাউজোড় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রের।
মৃতের নাম ষষ্ঠী দাস। বয়স ১৩ বছর । পারিবারিক সূত্রে জানা গেছে ষষ্ঠীদাসের বাবা কার্তিক দাস আইসক্রিমের ব্যবসা করেন। তিনি প্রতিদিনের মতোই তার আইসক্রিমের গাড়িটিকে বাড়িতে চার্জে দিয়েছিলেন। গাড়িটিতে কোন কারণবশত শর্ট সার্কিট হয়ে পড়ে। সে সময় ষষ্ঠী দাস নামে ওই স্কুল ছাত্র তার বাবার ওই আইসক্রিমের গাড়িটিতে হাত দিতেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে । তড়িঘড়ি তাকে রাজনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাকে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।