“জ্বালানির আবগারি শুল্কে ছাড়ের ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম কমপক্ষে ১০ শতাংশ কমবে”: কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স

দেবজিৎ মুখার্জি: পেট্রল-ডিজেলের আবগারি শুল্কে ছাড়ের ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম কমপক্ষে ১০ শতাংশ কমবে বলে মনে করছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স।

    তাদের বক্তব্য “সড়ক পথে অধিকাংশ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায়। ফলে জ্বালানির দাম কমায় ওই সব জিনিসের দাম কমবে। দেশে মৃল্যবৃদ্ধির লাগাম টানতে কেন্দ্রের দেখানো পথে হেঁটে রাজ্যগুলিরও উচিত VAT কমিয়ে দেওয়া। সরকারের উদ্যোগকে কাজে লাগিয়ে জিনিসের দাম কমানো উচিত বড় বাণিজ্য সংস্থাগুলির। যাতে করে সাধারণ মানুষ উপকৃত হন।”

    তারা আরো জানান “৮০ শতাংশ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ হয় সড়ক পরিবহণে। যা মূলত চলে পেট্রল ও ডিজেলে। কোম্পানিগুলির গুদাম থেকে গ্রাহকের হাতে পৌঁছনো পর্যন্ত তিন ধাপে পরিবহণের খরচ গুনতে হয়। খসড়া হিসেব বলছে, কেন্দ্র শুল্ক কমানোয় কম পক্ষে ১০ শতাংশ কমবে জিনিসের দাম। যাতে সরাসরি উপকৃত হবেন দেশের সাধারণ মানুষ।”