মুর্শিদাবাদের রেজিনগরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগ দান করলো ১০০ জন কর্মী

মুর্শিদাবাদের রেজিনগরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগ দান করলো ১০০ জন কর্মী

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : সামনে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই গরম হতে লেগেছে রাজনৈতিক মহল, শুরু হয়ে গেছে একে অপরের বিরোধিতা, শুরু হয়ে গেছে দল ত্যাগ, যদিও করোনা ভাইরাসের জন্য প্রচার সেই ভাবে শুরু হয়নি কিন্তু করোনা ভাইরাস ও আমফানে ক্ষতিগ্রস্ত বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় বৈঠক, আলোচনা সভা শুরু হয়ে গেছে তাতেই চলছে প্রচারের কাজ।

    দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান আবার দেখা যাচ্ছে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান। ঠিক তেমনি আবারো কংগ্রেস থেকে ১০০ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।

    গতকাল শুক্রবার মুর্শিদাবাদ জেলার রেজিনগরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এই যোগদান সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রবিউল আলম চৌধুরী, ব্লক সভাপতি আতাউর রহমান এবং সুজিত দাস সহ আরো তৃণমূল নেতৃত্ব।

    যোগদান সভায় রেজিনগর বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন মানুষ আজ বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে, আর যারা বিধানসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী কে জিতিয়েছেন তারাই আজ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা বুঝতে পেরেছে যে অধীর রঞ্জন চৌধুরী বিজেপির মুখপাত্র ও কংগ্রেস বিজেপির বি টিম। যার কারণে বামফ্রন্ট ছেড়ে, কংগ্রেস ছেড়ে বিজেপি ছেড়ে সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করছে।