|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- গত বৃহস্পতিবার মধ্য রাতে যোগ্য চাকরি প্রার্থীদের (হবু শিক্ষক) শান্তিপূর্ন অবস্থানের উপর নৃশংস পুলিশী হামলা ও বর্বরতার বিরুদ্ধে ডায়মন্ড হারবার এরিয়া সিপিআইএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালিত হল ডায়মন্ড হারবার স্টেশন রোড ১১৭ জাতীয় সড়ক এলাকায়। অবরোধের জন্য যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পথ অবরোধের মাধ্যমে নৃশংস পুলিশী হামলার বর্বরতার বিরুদ্ধে সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় ডায়মন্ড হারবার এরিয়া সিপিআইএম কমিটির কর্মীরা। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার এরিয়া সিপিআইএম কমিটির অন্যতম কর্মী দেবাশীষ সহ অসংখ্য বাম কর্মীরা।