১২৫ জন্মবার্ষিকী উপলক্ষে ‘ নজরুল বিশেষ সংখা ‘ প্রকাশ ও গুনিজন সংবর্ধনা

আইয়ুব আলি : ‘প্রতিভা সন্ধানে ‘ পত্রিকা র উদ্যোগে নজরুল ইসলামের ১২৫ জন্মবার্ষিকী উপলক্ষে ‘ নজরুল বিশেষ সংখা ‘ প্রকাশ ও গুনিজন সংবর্ধনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ জন্মবার্ষিকী উপলক্ষে ‘ প্রতিভা সন্ধানে ‘ পত্রিকা আয়োজিত গত ৯ ই জুন রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর, মকরমপুর শিশু বিকাশ একাডেমী বি এড কলেজে অনুষ্ঠিত হল ‘ নজরুল বিশেষ সংখা ‘ প্রকাশ,গুনিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯ টা য় নজরুলের প্রতিকৃতি সহ এলাকায় পথ পরিক্রমা র মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে র মূল মঞ্চে কবি নজরুলের প্রতিকৃতি তে মাল্যদানের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যিক সহ বহু মানুষের আগমন হয়। কবিদের কবিতা পাঠ হয়, চারজন শিক্ষার্থীকে ও গুনীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ/ নজরুল চর্চা কেন্দ্র (বারাসাত) র সভাপতি – ড: শেখ কামাল উদ্দিন,এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রশিদ মোল্লা, মুন্সী আবুল কাশেম, সান্টু গুপ্ত -সম্পাদক সারা বাংলা নজরুল সাংস্কৃতিক পরিষদ, সমুদ্র বিশ্বাস, শ্রী মন্ত কুমার মন্ডল, গোপালচন্দ্র গায়েন,সিরাজুল ইসলাম ঢালি, আব্দুল করিম,ড়: রুহুল আমিন,ড়: মুন্সি রাকিব,অমল নায়েক,এস এম সামসুল ইসলাম, শক্তিপদ গাঙ্গুলি, নতুন গতির সাংবাদিক আয়ুব আলি সহ আরো অনেক বিশিষ্ট বর্গ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিভা সন্ধানে পত্রিকার সম্পাদক ইউসুফ মোল্লা সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের সাদর শুভেচ্ছা জানান। এই অনুষ্ঠানে উপস্থিত অতিথি দের উত্তরীয়, স্মারক ও স্মারক সন্মাননা পত্র ও’ প্রতিভা সন্ধানে বিশেষ নজরুল সংখা’ প্রদান করা হয়।