|
---|
মোহাম্মদ রিপন, নতুন গতি : সারাদেশ জুড়ে যখন এনআরসি নিয়ে উত্তাল সেই মুহূর্তে আবার বাঙালি উচ্ছেদের ডাক দিল কর্ণাটক বিজেপি কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় এক বছর ধরে 13000 বাঙালি মহানগর পালিকা এর হোয়াইটফিল্ড এলাকায় বসবাস করে তাদের কাছে রয়েছে বৈধ আধার কার্ড ও ভোটার কার্ড।কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাংলা 13000 নির্মাণ শ্রমিক তিন দিনের মধ্যে রাজ্য ছেড়ে যাওয়ার ফতোয়া জারি করেছে ব্যাঙ্গালোরে বিজেপি নেতৃত্ব। বেঙ্গালুরুর সেই বাঙালি কলকাতা পৌরসভার পৌরপতি ফিরাদ হাকিমের কাছে চিঠি দিয়ে ব্যাপারটা জানিয়েছে এবং সাহায্য প্রার্থনা করেছে।