ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের ১৩৩ তম জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ্য

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: ১৮৮৮ সালের ০৫ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ১৯৭৫ সালের ১৭এপ্রিল তিনি ৮৭ বছর বয়সে পরলোক গমন করেন। দক্ষিণ ভারতের তামিলনাড়ু- অন্ধ্রপ্রদেশে সীমান্তে তিরুত্তানি গ্রামে জন্মগ্রহণ করেন। দরিদ্র ব্রাহ্মণ পূজারী বাবার ইচ্ছা ছিল ছেলে যজমানের কাজ করুক,কিন্তু ছেলের ইচ্ছা শক্তির কাছে বাবা হার মানে। স্থানীয় তিরুপতির একটি স্কুলে ভর্তি হন, মেধাবী ছাত্র হওয়ায় স্কুল জীবনে অসংখ্য স্কলার্শিপ পেয়েছেন রাধাকৃষ্ণাণ প্রথমে ভেলোর কলেজ ভর্তি হন বিষয় ছিল দর্শন। কিন্তু এই সাবজেক্ট পছন্দ ছিল না তাঁর।

    অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হলে বইপত্তর কিনতে হবে বই কেনার টাকা ছিল না সেই সময়ে একই কলেজ দর্শন নিয়ে পড়াশোনা করতেন রাধাকৃষ্ণনের এক দাদা, স্কুল জীবন থেকে লেখাপড়া রাধাকৃষ্ণনের কখনো সেকেন্ড হননি, সবসময় প্রথম স্থান অধিকার করেছেন ১৯৬০ সালে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন পরবর্তীতে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজ মাইসোর বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেন। অন্ধ বিশ্ববিদ্যালয় ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় উপাচার্যের ভূমিকা পালন করেন। রাধাকৃষ্ণাণ ছিলেন রবীন্দ্রভক্ত তাই বহু বই লিখেছেন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন। তিনি দার্শনিক অধ্যাপক হিসেবে পরিচিত ছিলেন ১৯৩০ সালে রাধাকৃষ্ণাণ সম্মানিত হন ১৯৫৪ ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার ভারতরত্ন উপাধি ১০ বছর তিনি উপরাষ্ট্রপতি ছিলেন। পাঁচ বছরের জন্য তিনি রাষ্ট্রপতি হওয়ার ১৯৬২ থেকে ১৯৬৭ ইউনিয়নের ভারতের রাষ্ট্রপতি ছিলেন। মেয়াদকালে দুইটি যুদ্ধ হয় ১৯৬২ ভারত বনাম চীন ১৯৬৫ ভারত বনাম পাকিস্তান। রাধাকৃষ্ণাণ রাষ্ট্রপতি হওয়ার পর পড়ুয়াদের দাবি ছিল তার জন্মদিন পালন করা হোক হাজার ১৯৬২সালের ০৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় ৪০বছর শিক্ষকতা করেছেন শিক্ষক মানে শিষ্টাচার ক্ষমাশীল ও কর্তব্য পরায়ন । দীর্ঘ দুই বছর যাবত করোনা নামক মারণব্যাধি সারা বিশ্বকে স্তম্ভিত করে দেওয়ার পর, শিক্ষকদের নিরলস পরিশ্রমে ছাত্র-ছাত্রী দের পাঠে মনোনিবেশ দেখা মেলা ভার। কেবলই সরকারের কোষাগার অর্থ তাঁরা নিয়ে যাচ্ছেন। আজকের এই শিক্ষক দিবসের দিনে তাদের অক্লান্ত পরিশ্রম প্রমাণ করে যে সত্যিই তারা মানুষ গড়ার কারিগর। সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম দিনে সার্থক হউক শিক্ষকদের প্ররিশ্রমে।।