|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার : মথুরাপুর ১ নং ব্লকে ১৩ জন আই সি ডি এস কর্মীকে বদলির অর্ডার দিয়ে দীর্ঘ ছুটিতে চলে যান সি ডি পিও। কর্মীরা হঠাৎ বদলির নির্দেশ পাওয়ায় দিশেহারা তারা। কর্মীদের কিংবা তাদের সেন্টারের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক কারণে শাসক দলের মদতে কয়েক জন কর্মীর বিশেষ সুবিধা পাইয়ে দিতে এই বদলির অর্ডার দেওয়া হয়েছে বলে কর্মীদের অভিযোগ। কয়েক জন কর্মীরা আরো অভিযোগ করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও শাসকদলের লোকেরা তাদের হুমকি দিচ্ছে, এমনকি একজন কর্মীকে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে বার করে দিয়ে সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছে পঞ্চায়েত সদস্য। আজ বদলির কবলে পড়া আই সি ডি এস কর্মীরা ডায়মণ্ড হারবার মহকুমা শাসকের নিকট তাদের অভিযোগ পত্র জমা দিয়ে অবিলম্বে বদলির অর্ডার প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। রাজনৈতিক স্বার্থে আর্থিক লেনদেনের বিনিময়ে এই বদলির অর্ডার দেওয়া হয়েছে বলে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এণ্ড হেল্পার্স ইউনিয়নের অভিযোগ। ইউনিয়নের পক্ষ থেকেও মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিয়ে অবিলম্বে বদলির নির্দেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। ইউনিয়নের পক্ষ থেকে আই সি ডি এস কর্মী ইয়াসমিনা হালদার জানান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বদলির কোন বিধান নেই, তৎসত্ত্বেও ক্ষমতার অপপ্রয়োগ করে সি ডি পি ও বদলির অর্ডার দিয়েছেন। এই অর্ডার প্রত্যাহার না করলে ব্লকের সমস্ত আই সি ডি এস কর্মী বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান। আন্দোলনের জন্য যদি মা ও শিশুদের পরিষেবায় কোন প্রভাব পড়ে তার দায় নিতে হবে সিডিপিওকে।