১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর ডায়াবেটিস সচেতনতা সপ্তাহ। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্ত সহ সারা বিশ্ব জুড়ে নিরন্তর কাজ করে চলা সেচ্ছাসেবী সংগঠন গুলি , অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানায়। Diabetes Awareness & You (DAY) এর ব্যাবস্থাপণায় ও Gosaba Rural Hospital এর সহায়তায়, বালি দুই সু-সাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস আক্রান্ত মানুষদের বিনামূল্যে রক্তে শর্করার মাত্রা নিরীক্ষণ, ডায়াবেটিস নিয়ে সচেতনতা শিবির ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় শতাধিক ডায়াবেটিস আক্রান্ত রুগীদের রক্তে শর্করার মাত্রা পরীক্ষা ও সু-পরামর্শের পাশাপাশি গ্ৰামীন চিকিৎসকদেরও এ বিষয়ে প্রশিক্ষণ দেন তারা । আগামী দিনগুলিতে ডায়াবেটিসে আক্রান্ত যাতে না হয় তার বার্তা দেন এবং বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায় এমন সু-পরামর্শ দেন তারা।