ঝাড়খন্ডের দুমকা জেলার ১৪ বছর বয়সী এক নাবালিকা কিশোরীকে উদ্ধার করলো প্রশাসন

নিজস্ব সংবাদদাতা : ঝাড়খন্ডের দুমকা জেলার ১৪ বছর বয়সী
এক নাবালিকা কিশোরীকে উদ্ধার করলো প্রশাসন। সোমবার সকালে ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি, চাইল্ড লাইন ও শান্তিনিকেতন থানার পুলিশের যৌথ অভিযানে শান্তিনিকেতন থানার কাংকালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ঐ নাবালিকা কিশোরীকে উদ্ধার করা হয়। ঝাড়খন্ডের দুমকা জেলার শিকারীপাড়া থানা এলাকার ঐ নাবালিকা সেখানকার এক বিদ্যালয়ের অষ্টম শ্রনীতে পড়ে। তাকে বিয়ে করার জন্যই ঐ কিশোরী এক যুবক নিয়ে পালিয়ে আসে। ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ ও চাইল্ড লাইন প্রতিনিধি মধুমিতা হাজরা বলেন, চাইল্ড লাইন সূত্রে জানতে পারি ঝাড়খন্ডের ঐ কিশোরীকে ভুল বুঝিয়ে আনা হয়। সেই খবরের ভিত্তিতে শান্তিনিকেতন থানার পুলিশের সহযোগিতায় ঐ কিশোরীকে উদ্ধার করা হয়। ঐ কিশোরীর মেডিক্যাল চেকআপ করার পর চাইল্ড অয়েলফেয়ার কমিটির কাছে প্রোডাকসন করা হয়। ঐ কিশোরী এখন সিডবলুসি এর নির্দেশে তাকে একটি হোমে রাখা হয়েছে।


    Sent from Fast notepad