|
---|
ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে স্কুটি নিয়ে ছুটলেন প্রায় ১,৪০০ কিলোমিটার পথ
নতুন গতি ওয়েব ডেস্ক:লকডাউনে আটকে পড়েছিল ছেলে, চিন্তায় রাতের ঘুম উড়েছিল মায়ের। যদিও রোজই ফোনে যোগাযোগ হচ্ছিল, তবে কিছুতেই বাড়ি ফিরতে পাড়ছিল না ছেলে। এরপর ওই মা যা কাণ্ড ঘটালেন তাঁকে কুর্নিশ জানাচ্ছেন তামাম ভারতবাসী। ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে স্কুটি নিয়ে ছুটলেন প্রায় ১,৪০০ কিলোমিটার পথ। তেলেঙ্গানার নিজামাবাদের বোধন এলাকায় এক স্কুলের শিক্ষিকা রাজিয়া বেগম। তাঁর ছেলে নিজামুদ্দিন লকডাউনের মধ্যে আটকে পড়েছিল অন্ধ্রপ্রদেশের নেল্লোরে। বন্ধুর বাবা অসুস্থ হয়ে পড়ায় সে বন্ধুর সঙ্গে ১২ মার্চ নেল্লোরে যায়। কিন্তু দেশজোড়া লকডাউনে আটকে পড়ে নিজামুদ্দিন। কিন্তু মায়ের মন এটা মেনে নিতে পারেনি, তাই ছেলেকে নিরাপদে বাড়ি ফেরাতে তৎপর হন রাজিয়া বেগম। যোগাযোগ করেন জেলার এএসপি-ডিএসপিদের সঙ্গে। জোগাড় করেন লকডাউনে পথে বের হওয়ার অনুমতিপত্র। এরপরই তিনি কোনও কিছুকেই তোয়াক্কা না করে স্কুটি নিয়ে বেড়িয়ে পড়েন ছেলেকে ফিরিয়ে আনতে। পথে বহুবার পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে রাজিয়াকে। কিন্তু এক মায়ের কাতর আকুতির কাছে হার মেনেছেন পুলিশকর্তারাও। অবশেষে ৮ এপ্রিল ছেলেকে স্কুটির পিছনে বসিয়ে বাড়ি ফেরেন অসমসাহসী মা রাজিয়া বেগম। তাঁর দুদিনের সফরকে কুর্নিশ জানাচ্ছেন দেশবাসী