বিধানচন্দ্র রায়ের ১৪২ তম জন্ম জয়ন্তী উদযাপন

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়িতে বিধানচন্দ্র রায়ের ১৪২ তম জন্মজয়ন্তী উদযাপন করা হলো। উদযাপন করলো শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি ।

     

    পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বিধানচন্দ্র রায়ের আজ ১৪২ তম জন্মজয়ন্তী । তাঁর জন্ম জয়ন্তী উদযাপন করল শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। বিধান মার্কেটে অবস্থিত বিধানচন্দ্রের মূর্তিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান ব্যবসায়ী সমিতির সদস্যরা।

     

    পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বিধানচন্দ্র রায়ের ১৪২ তম জন্মজয়ন্তী গোটা রাজ্যে পালন করা হচ্ছে। এদিন সকালে শিলিগুড়ি বিধান মার্কেটে বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এদিন বিধান মার্কেটে থাকা বিধান চন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। বিধান চন্দ্র রায়ের জীবনী নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে।