|
---|
নিজস্ব সংবাদদাতা, মানিকচক: বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হল ১৫ থেকে ১৮ বছরের ছেলে মেয়েদের টিকাকরণ প্রক্রিয়া।সোমবার,থেকে দেশ জুড়ে শুরু হল স্কুলের পড়ুয়াদের প্রথম ধাপের টিকাকরণ। মালদা মানিকচক ব্লকের অন্তর্গত এনাতপুর ই.এ উচ্চ বিদ্যালয়ের ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের টিকা দেওয়া হয়।পাশাপাশি করোনা নিয়ে সচেতনা মূলক বার্তা দেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ণ ঝা।
উপস্থিত ছিলেন মানিকচক ব্লক বিডিও জয় আমেদ।এনাতপুর ই.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ মানিকচক গ্রামীণ হাসপাতালে অভিজ্ঞ টিকাকর্মী সহ মানিকচক পুলিশ প্রশাসন।স্কুল পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
এবিষয়ে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ণ ঝা জানান,আজ মানিকচক এনাতপুর ই.এ উচ্চ বিদ্যালয় থেকে পড়ুয়াদের টিকা করণ করা হল।আগামী দিনে বিভিন্ন স্কুল গুলি এই টিকাকরণ চলবে।শিক্ষক পড়ুয়ারা এগিয়ে আসছে।সুষ্টভাবে চলছে টিকাকরণ প্রক্রিয়া।