১৫ তম বার্ষিক শিশু উৎসব ও শিশু মেলা উদ্বোধন হলো

বাবু হক, হাওড়া ,নতুন গতি  :

    ১৫ তম বার্ষিক শিশু উৎসব ও শিশু মেলা উদ্বোধন হলো,,,,, হাওড়া জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া ফুটবল মাঠে পিপল এ‍্যাসোসিয়েশন ফর রিডিং পার এর উদ্যোগে ১৫ তম বার্ষিক তুলসীবেড়িয়া শিশু উৎসব ও শিশু মেলা ১৯_২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পার সম্পাদক রঘুনাথ কোঁড়া, হাওড়া জেলার শিশু প্রতিভা বিকাশের সেরা আকর্ষণীয় নানান রকমের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পার সহ সম্পাদক মহানন্দ হাজার। শিশু কিশোর সহ সকলের জন্য থাকছে বিভিন্ন রকমের অনুষ্ঠান। হাজারো বিকিকিনির সম্ভার নিয়ে পসরা সাজিয়ে বসেছে বলে জানান পার সভাপতি সতীশ চন্দ্র ভৌমিক।৮ দিনের মেলা ঘিরে এলাকায় উন্মাদনা সৃষ্টি হয়েছে বলে জানান মেলা প্রেমী অভিভাবক সেখ রেজাউল ওয়াহেদ মহম্মদ মনিরুল হক সাহেব । অনুষ্ঠানে পর্যায়ক্রমে উপস্থিত থাকবেন বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ ব‍্যাক্তিবর্গ জনপ্রতিনিধি গণ্যমান্য অতিথি সরকারের ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষাবিদ সমাজকর্মী ড়া আইনজীবী সহ আরো অনেকে। নানান ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে আসছেন নবীন প্রবীণ শিল্পী কলাকুশলী অভিনেত্রী অভিনেতা , থাকছে প্রদর্শনী, সরকারের বেসরকারি ও ব‍্যাক্তি বিশেষের বিভিন্ন রকমের স্টল ঘোরণা দোলনা নাগর দোলনা চরকা চরকি খেলনা আরো কত কিছু লাখো মানুষের ঢল নামবে। শিক্ষা চিকিৎসা সেবা বর্ণাঢ্য শোভাযাত্রা সংবর্ধনা প্রদান সচেতনতা মূলক অনুষ্ঠান, শিবির কর্মশালা সেমিনার আলোচনা সভা অনুষ্ঠিত হবে।