|
---|
লুতুব আলি, বর্ধমান, ১৫ জানুয়ারি : ১৫ তম শক্তিগড় উৎসবের উদ্বোধন করবেন মন্ত্রী মলয় ঘটক।আহত শৈশবের খোঁজে, এসো উৎসবের মাঝে …. এই বার্তা নিয়ে শুরু হচ্ছে ১৫ তম শক্তিগড় উৎসব। বর্ধমানের উপকণ্ঠে শক্তিগড় যুব গোষ্ঠীর পরিচালনায় ২১ জানুয়ারি শুরু হচ্ছে ১৫ তম শক্তিগড় উৎসব। সত্যি করে উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের শ্রম ও আইন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাণী সম্পদ, ক্ষুদ্র, মাঝারি স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ। শক্তিগড় যুব গোষ্ঠীর উপদেষ্টা কমিটির সদস্য, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, শক্তিগড় যুব গোষ্ঠীর সম্পাদক শেখ কামরুল হাসান, শক্তিগড় যুব গোষ্ঠীর সভাপতি শেখ রতন জানান, ১৫ তম শক্তিগড় উৎসবে শিশুদের উৎসর্গ করা হয়েছে। করোনার আবহে শিশুদের শৈশব চুরি হয়েছে। অন্যদিকে বইয়ের ব্যাগের বোঝার ভারে শিশুদের শৈশবে প্রভাব ফেলেছে। শিশুদের সুসংহত ভাবে বড় করে তোলার মধ্য দিয়ে ই সুনাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব। শক্তিগড় উৎসব উপলক্ষে ১৫ জানুয়ারি এক বর্ণাঢ্য রেলি বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এই উৎসব উপলক্ষে এলাকায় সাজো সাজো রব পড়েছে। অনুষ্ঠানের বিভিন্ন দিনে থাকছে বিস্কুট দৌড় প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা, বসে অংক প্রতিযোগিতা, সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা ১৫ বছর পর্যন্ত ও সর্বসারন বিভাগে। মিউজিক্যাল বল প্রতিযোগিতা। সান্ধ্যকালীন অনুষ্ঠানে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের সমন্বয়ে মননশীল সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে সুভাষ উৎসব, ২৫ জানুয়ারি থাকছে বিনা মূল্যে রক্তদান শিবির। ২৮ জানুয়ারি বেলা ২:৩০ থেকে শুরু হবে কবিতা উৎসব। এই উৎসব উপলক্ষে শক্তিগড় যুব গোষ্ঠীর প্রাঙ্গনে থাকছে বিভিন্ন ধরনের স্টল ও খাবারের পসরা। থাকছে শিশুদের মনোরঞ্জনের জন্য থাকছে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা ও নাগর দোলনা।