|
---|
বাইজিদ মণ্ডল:- দলিল লেখকদের একাধিক দাবিয়ে নিয়ে আজ দিঘা শঙ্কর পুর উন্নয়ন কর্তৃপক্ষ স্থানে জেলা সম্পাদক দীপক কুমার দাস এর ব্যবস্থাপনায় ১৬তম দলিল লেখক সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।এদিন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস দপ্তরের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, রাজ্যের কারা বিভাগের মন্ত্রী অখিল গিরি,প্রাক্তন রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র,বিধায়ক তরুণ কুমার মাইতি,এক্স ভাইস চেয়ারম্যান দিঘা শঙ্কর পুর উন্নয়ন কর্তৃপক্ষ তপন কুমার জানা,সম্পাদক পূর্ব মেদনিপুর দীপক কুমার দাস এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব ও বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। তাদের দাবি সমুহ দলিল লেখকদের পেশার নিরাপত্তা সুনিশ্চিত করন।অবিলম্বে সকল রেজিস্ট্রি অফিসে অবাঞ্ছিত ব্যাক্তিদের প্রবেশাধিকার বন্ধ করা।জনস্বার্থে ই ডিড রেজিষ্ট্রিকরন চালু করা যাবে না।প্রতিটি রেজিষ্ট্রি অফিসে ডাটা এন্ট্রি অপারেটরদের বদলি করা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এদিন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী অখিল গিরি তাদের দাবিকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতিদের পাশে থাকার আশ্বাস দিয়ে যান।