১৭ ঘন্টা গুলিযুদ্ধ চলল তাইল্যান্ডে , পুলিশ গুলিতে খতম এক বন্দুকবাজ

১৭ ঘন্টা গুলিযুদ্ধ চলল তাইল্যান্ডে , পুলিশ গুলিতে খতম এক বন্দুকবাজ

    নতুন গতি,ওয়েব ডেস্ক: ১৭ ঘন্টা রুদ্ধাশ্বাস গুলিযুদ্ধ চলল তাইল্যান্ডে। শেষ পর্যন্ত পুলিশ গুলি করেই খতম করল এক বন্দুকবাজকে। ততক্ষণে ওই বন্দুকবাজ সেনা জওয়ান গুলি করে মেরেছে ২০ জন নিরীহ মানুষকে। গুলিবিদ্ধ কম করে ৪২ জন, যাদের মধ্যে ৯-১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছেন তাইল্যান্ড প্রশাসন। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় তাইল্যান্ডের নাখোন রতচসিমা শহরের রাস্তায় আচমকাই গুলি ছুঁড়তে শুরু করে এক সেনা জওয়ান। রাস্তায় এলোপাথাড়ি গুলি চালানোর পর জাকরাপন্থ থোম্মা নামে ওই আততায়ী জওয়ান ঢুকে পড়েন এক শপিং মলে। বেশ কয়েকজনকে পণবন্দী করে সে। রীতিমতো ফেসবুকে লাইভ স্ট্রিমিং করেই গুলিতে ঝাঁঝরা করতে থাকে একের পর এক নিরীহ মানুষকে। সেখানে পুলিশ পৌঁছলে তাঁদের দিকেও গুলি ছুড়তে শুরু করে ওই আততায়ী সেনা জওয়ান।