বীরভূমের লোকপুরে হনুমানের কামড়ে জখম ১৭

 

     

    খান আরশাদ, বীরভূম:

    বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুরের দুটি গ্রামে হনুমানের তাণ্ডবে আতঙ্কিত স্থানীয়রা। বেশ কয়েকদিন যাবৎ বীরভূম জেলার লোকপুর থানার খন্নি ও ভালুকতোড় গ্রামের সমস্ত মানুষ আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন হনুমানের তান্ডবে। দিনের বেলা তো বটেই, এমনকি রাতের অন্ধকারেও হনুমানটি তান্ডব চালাচ্ছে বলে গ্রামবাসীদের বক্তব্য। গ্রামবাসীরা জানাচ্ছেন লাঠি সোটা নিয়ে ছেলেরা দিনের বেলা এমন কি সারারাত জেগেও পাহারা দিচ্ছে। নাকড়াকোন্দা বন দপ্তরে এবিষয়ে খবর দেওয়া হলে উনারা একটা খাঁচা দিয়েই দায় সরেন বলে স্থানীয়দের অভিযোগ। গ্রামের মানুষেরা জানান হনুমানের ভয়ে দিনরাত আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। বাচ্চাদের স্কুলে পাঠাতেও ভয় করছেন অভিভাবকরা। কারণ যেকোনো সময় হনুমান আক্রমণ করতে পারে। বাজারঘাট সহ বাইরে যাতায়াত পুরোপুরি বন্ধ। সত্বর হনুমানটি খাঁচাবন্দি না হলে আরও অনেকেই জখম হবেন বলে আতঙ্ক এলাকাবাসীর। ইতিমধ্যেই হনুমানটি এলাকার ১৭ জন মানুষকে আক্রমণ করেছে। যাদের প্রত্যেকের জখম বেশ বড়ধরনের হওয়ার ফলে দুটি থেকে চারটি করে সেলাই সহ চিকিৎসা করা হয়েছে। এই হনুমানের তাণ্ডবে আতঙ্কিত রয়েছে পুরো এলাকাবাসী বলে জানিয়েছেন ভালুকতোড় গ্রামের সেখ হাসিব এবং খন্নি গ্রামের মৌলানা নাজমুদ্দিন সহ অন্যান্যরা।