১৭ তম শক্তিগড় উৎসবে অনুষ্ঠিত হলো বর্ণময় কবিতা উৎসব।

লুতুব আলি, শক্তিগড়, পূর্ব বর্ধমান : ১৭ তম শক্তিগড় উৎসবে অনুষ্ঠিত হলো বর্ণময় কবিতা উৎসব। বর্ধমান শহরের উপকণ্ঠে শক্তিগড়ে কবিতা উৎসবকে ঘিরে ব্যাপক উন্মাদনার সঞ্চার হয়। ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলে। ২৮ জানুয়ারি কবিতা উৎসবের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে। শক্তিগড় যুব গোষ্ঠীর সম্পাদক শেখ কামরুল হাসান, সভাপতি শেখ রতন, সহ-সম্পাদক শেখ সাবীর আলী, উৎসব কমিটির সভাপতি দেব-দ্বীপ রায় জানান, ৮ দিন ধরে বিভিন্ন স্বাদের অনুষ্ঠান উৎসবে পরিবেশিত হয়। কলকাতার নামিদামি শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পী রাও উৎসবের সান্ধ্যকালীন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শক্তিগড় উৎসব এলাকায় সার্বজনীন উৎসব হিসাবে পরিগণিত হয়েছে। ২৮ জানুয়ারি বিকালে কবিতা উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কবি, সাহিত্যিক, অভিনেতা-অভিনেত্রী, চিত্র পরিচালক ও গুণী ব্যক্তিদের উজ্জ্বল উপস্থিতিতে কবিতা উৎসবটি আক্ষরিক অর্থে রঙিন হয়ে ওঠে। কবিতা উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক কৌশিক ঘোষ, বিশিষ্ট কবি ও চলচ্চিত্র পরিচালক অর্পিতা কামিল্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি অগ্নিশিখা, মিলি দাস, বর্ষিয়ান কবি ও বিশিষ্ট উদ্যোগপতি শেখ আব্দুল জব্বার, বিশিষ্ট সমাজসেবী ও উদ্যোগপতি শেখ আলহাজ উদ্দিন, ভাতার ব্লক আপডেট খবরের গ্রুপ এডমিন মধুসূদন কোয়ার, বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম, শ্যামাপ্রসাদ চৌধুরী, শেখ জাহির আব্বাস, সৈয়দ মোশারফ আজম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট বাচিক শিল্পী রঞ্জনা কর্মকার, বিশিষ্ট কবি শেখ মোহাম্মদ ইউনুস, অঞ্জনা চক্রবর্তী, অমৃতা বিশ্বাস সরকার, মোঃ শহিদুল্লাহ, সৈয়দ মুজতবা আলী, বেনোজির নাজ, রোজিনা বেগম, শামসুজ্জামান, কল্পনা রায়, কল্পনারায়, মুক্তা রায়, ডা: সদরুল আলম, জাহাঙ্গীর মিদ্দে, রুবিনা হক, এহসান সনম, শেখ হাফিজুর রহমান, বাদল মান্ডি, রিনা হেমব্রম, ফজলুল হক, রুবাইয়া সুলতানা, রমাকান্ত পাঁজা, হারুন আল রশিদ, তরুণ কান্তি ঘোষ, মৃণাল ঘোষ, রথীন পার্থ মন্ডল, চৈত্র কুমার প্রামানিক, বৈদ্যনাথ পাল, কিশোর ব্যানার্জি, বিশিষ্ট কবি ও সঙ্গীতশিল্পী নিরঞ্জন কোনার, স্বদেশ মজুমদার, বিশিষ্ট সাংবাদিক, সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী প্রমুখ। শক্তিগড় যুবগোষ্ঠীর পক্ষ থেকে শেখ শামসের আলম, শেখ কবির জানান, গত ৮ দিন ধরে উৎসবে হাজার হাজার মানুষ অনুষ্ঠান দেখার জন্য সমবেত হন।