|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : প্রতিবছরের ন্যায় এবছরও সাগরদিঘীর থার্মাল পাওয়ারে অবস্থিত ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট স্টিফেন্স স্কুলে অনুষ্ঠিত হলো ১৮তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। বৃহস্পতিবার শীতের সকালে মনিগ্রাম থার্মাল পাওয়ার মাঠে রিভারেন্ড জয়তপাল হাঁসদা ও রেভারেন্ড সরুপ শুভ্র মন্ডলের পতাকা উত্তলনের মধ্যেদিয়ে শুরু হয় এদিনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান।খেলা শুরুর আগেই ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ এবং মশাল হাতে মাঠ পরিক্রমা করানো হয়। ছাত্রছাত্রীরা মোট ৪১টি খেলায় অংশ নেয়। যেমন- ১০০ মিটার দৌড়, ৫০ মিটার দৌড়, ফ্রগ দৌড়, চামচ গুলি দৌড়, বিস্কুট দৌড়, আলু দৌড়, অঙ্ক দৌড়, বেলুন ব্লস্টিং ইত্যাদি।
এদিনের ক্রীড়া অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের যেমন খুশি সাজো ইভেন্ট ছিল চোখে পড়ার মতো।সেন্ট স্টিফেন্স স্কুলের প্রিন্সিপাল রাজীব দেবরিন জানান প্রতিবছরের মতো এ বছরও আমরা স্কুলের ১৮ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সাফল্যের সঙ্গে করতে পেরেছি। যেখানে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে।খেলা শেষে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমগ্র ক্রীড়া অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনা করেন শিক্ষক সৌম্যজিৎ পল।