|
---|
কলকাতা, নতুন গতি : বঙ্গীয় সাহিত্য অনুসন্ধান সমিতির উওর ২৪ পরগনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ১ম বর্ষ সন্মেলনে সন্মানীয় অতিথি ‘নতুন গতি’ র সম্পাদক এমদাদুল হক নুর মহাশয়কে সম্বর্ধনা দেওয়া হয় এবং তিনি সম্মেলনে দীর্ঘ বক্তব্য পরিবেশন করেন। উল্লেখ্য , উওর ২৪ পরগনা জেলার পিছিয়ে থাকা প্রান্তিক কবি ও সাহিত্যিক দের অনুসন্ধান করে আগামী পথকে সুগম করতেই এই সন্মেলনে র উদ্দেশ্য ২০২১ সালের বঙ্গীয় সাহিত্য সন্মান দেওয়া হয় মনিরা খাতুন, ফিরোজা খাতুন, সর্বানী বেগমকে ।
৬ই মার্চ রবিবার উওর ২৪ পরগনা জেলার ইকরা অ্যকাডেমির দ্বিতলে মুক্তাঙ্গন মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লেখক ও দলিত আন্দোলনের নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাস ও সমুদ্র বিশ্বাস সহ মুন্সি আবুল কাশেম, অধ্যাপক ড় শেখ কামাল উদ্দিন সভাপতি নজরুল চর্চা কেন্দ্র (বারাসাত) আমীন ইসলাম সভাপতি বেঙগল এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি, ছিলেন বঙ্গীয় সাহিত্য অনুসন্ধান সমিতির সম্পাদক রুহুল আমিন, সহ জেলার কবি সাহিত্যিক ও সমমনভাবাপন্য শতাধিক প্রতিনিধি বর্গ সঙ্গীত, আবৃত্তি ও কবিদের কবিতা পাঠছিল এদিনের মুখরিত বিষয় ।