|
---|
খান আরশাদ, বীরভূম:
সিউড়িতে চুরি যাওয়া ৮টি বাইক সহ ২ চোরকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ।
বড়সড়ো সাফল্য পেল সিউড়ি থানার পুলিশ।
দীর্ঘদিন ধরে শহর সিউড়িতে ঘটে চলেছিল বাইক চুরির ঘটনা। এ বিষয়ে বেশ কয়েকটি অভিযোগও করা হয়েছিল সিউড়ি থানায়। দোকান, বাজার, বাড়ির পাশ অথবা জনবহুল কোন এলাকা থেকে চুরি যায় বেশ কয়েকটি বাইক। বাইক চুরির ঘটনায় তদন্তে নামে সিউড়ি থানার পুলিশ। সিউড়ি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জীর নেতৃত্বে শুরু হয় তদন্ত।
মহম্মদবাজার থানা এলাকার শেখ আরিজুল নামে এক বাইক চোরকে গ্রেফতার করে পুলিশ। শেখ আরিজুলকে জিজ্ঞাসাবাদের পর ঝাড়খণ্ডের সেরাফত আলী নামে আরও এক বাইক চোরকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
চুরি যাওয়া বাইকগুলি উদ্ধারের পর বাইকের মালিকেরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন সিউড়ি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জিকে।
সিউড়ি থানার এই সাফল্যে সিউড়ি থানার সমস্ত পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
চুরি যাওয়া এই বাইক গুলি কোথায় পাচারের চেষ্টা করা হচ্ছিল এবং এর সাথে অন্য কোন বড় যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ।