|
---|
খান আরশাদ, বীরভূম:
অরুণাচল প্রদেশে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হল বীরভূমের রাজনগর ও নগরীর ২ যুবকের।
রাজনগর থানার অন্তর্গত গুরুজনডিহি গ্রামের নগেন্দ্রনাথ টুডুর পুত্র ১৮ বছর বয়সী অবিনাশ টুডু অরুণাচল প্রদেশে শ্রমিকের কাজ করতে গেছিলো। গত ৪ই সেপ্টেম্বর অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালিতে রাস্তার কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় অবিনাশ টুডুর।
অপরদিকে সিউড়ি থানার অন্তর্গত নগরী অঞ্চলের কাঁটাবনী গ্রামের তেইশ বছর বয়সী নেহেরু মুর্মুরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়।
শনিবার বিকেলে মৃত ওই দুই যুবকের দেহ বীরভূমে তাদের নিজ নিজ গ্রামে এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
অরুণাচল প্রদেশে দিবাং ভ্যালিতে রাস্তার কাজ করতে গিয়ে দুর্ঘটনায় ওই দুই যুবকের মৃত্যু হয় এবং এই ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছে বলে জানা গিয়েছে।