২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সর্বোচ্চ নাম্বার ৪৯৯

নতুন গতি ওয়েব ডেস্ক:

    আজ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস বিদ্যাসাগর ভবনে এক সাংবাদিক সম্মেলনের করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেন। ১২ ই মার্চ থেকে পরীক্ষা শুরু হয় এবছর মেধা তালিকা প্রকাশ করা হয় নি,এবছর মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৭৫ হাজার ৩৬৪ জন।
    ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন পরীক্ষা দিয়েছে, পাস করেছে
    ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন। ৯০.১৩ শতাংশ পাশের হার,
    কোনো ইনকমপ্লিট রেজাল্ট নেই।এবছর .৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছে। উচ্চ মাধ্যমিক সংসদের ইতিহাসে সর্বাধিক নম্বর ৪৯৯ পেয়েছে। যেটি উচ্চ মাধ্যমিকেও ঐতিহাসিক।যে ১১ টি জেলার পাশের হার ৯০ শতাংশ বা চেয়ে বেশি সেই গুলি মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদনিপুর,ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, কালিম্পঙ, হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি, নদীয়া, জেলা।মাইনরিটিদের পাশের হার ৮৫.৭৬%
    তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের পাশের হার ৮৭.৮০%

    ৬০ % বা তার বেশি।
    বিজ্ঞান বিভাগে পাশ করেছে ৯৮.৮৩ %
    বাণিজ্য বিভাগে পাশ করেছে ৯২.২২%
    কলা বিভাগে পাশ করেছে ৮৮.৭৮ %
    স্কুটিনি ও ৩১ শে আগস্ট পর্যন্ত রিভিউ করার সুযোগ থাকবে।