২০২০ সালের অনুর্ধ সাতেরো মহিলা বিশ্ব ফুটবল ভারতে অনুষ্ঠিত হবে।

মিজানুল কবির , কলকাতাঃ ২০২০ সালের আন্ডার সেভেন্টিন মহিলা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতে। সম্প্রতি এই মর্মে আনুষ্ঠানিক ঘোষণা করলেন ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্টিয়ো। ফিফার তরফে এও জানানো হয় ২০২০  সালের আয়োজক দেশ হিসেবে আন্ডার সেভেন্টিন মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ভারত। ভারতের ইতিহাসে এই প্রথমবার খেলার সুযোগ পাচ্ছে ভারত। ইহা ফিফার ৭তম আন্ডার সেভেন্টিন মহিলা ফুটবল বিশ্বকাপ বলে ঘোষিত হয়েছে। এই আন্ডার সেভেন্টিন মহিলা ফুটবল বিশ্বকাপ খেলা শুরু হয় ২০০৮ সালে । প্রথমবার আয়োজক দেশ হিসেবে ছিলেন নিউজিল্যান্ড। বর্তমানে স্পেন এই টুর্নামেন্টের খেতাব জেতার শীর্ষে রয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারত এই নিয়ে দ্বিতিয়বার কোনো ফিফার ইভেন্ট আয়োজন করতে চলেছে।